মঞ্চ ৭১ এর শান্তিপূর্ণ বৈঠকে হামলা, বিশিষ্ট নাগরিকদের আটকের ঘটনায় তীব্র নিন্দা

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দল-মতের সব মুক্তিযোদ্ধাদের নিয়ে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে সহিংস হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আটক বিশিষ্ট নাগরিকদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে নাগরিক সমাজ।

ভায়লেট হালদার, সম্পাদক ও প্রকাশক, সময়ের শব্দ (নরওয়ে) নাগরিক সমাজের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানান, গত ২৮ আগস্ট সদ্য গঠিত সংগঠন “মঞ্চ ৭১” আয়োজিত বৈঠকে মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, সাংবাদিক ও মানবাধিকারকর্মীরা অংশ নেন।

অংশগ্রহণকারীদের অভিযোগ, নিজেদেরকে “জুলাই যোদ্ধা” পরিচয় দেওয়া একদল হামলাকারী সভায় ঢুকে তাদের উপর শারীরিক আক্রমণ চালায় এবং উসকানিমূলক স্লোগান দেয়। তারা ইসলামপন্থী রাজনৈতিক দল ও জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করা হয়।

কিন্তু হামলাকারীদের গ্রেপ্তার না করে পুলিশ উল্টো ১৬ জন বিশিষ্ট নাগরিককে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যায় এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রবাসে ও দেশের ২৬ জন বিশিষ্ট নাগরিক এক যৌথ বিবৃতিতে বলেন, “শান্তিপূর্ণ গোলটেবিল বৈঠক আয়োজন কোনো অপরাধ নয়। বরং হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা দেওয়া গণতন্ত্র, আইনের শাসন ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।”

নাগরিক সমাজের তিন দফা দাবি:
১. আটক ১৬ নাগরিকের অবিলম্বে মুক্তি।
২. তাদের বিরুদ্ধে দায়ের করা “মিথ্যা মামলা” প্রত্যাহার।
৩. হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ও যথাযথ আইনি ব্যবস্থা।

বিবৃতি প্রদানকারীদের নাম:
বীর মুক্তিযোদ্ধা তাজুল ইমাম, শিল্পী ও চিত্রকর, ইউ এস এ।
বীর মুক্তিযোদ্ধা ইউসুফ চৌধুরী, প্রকৌশলী, বোস্টন, ইউ এস এ।
বীর মুক্তিযোদ্ধা আক্তার জামান, জুরি জাজ, জেলা আদালত, উপসালা, সুইডেন।
বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শামিম মৃধা, সভাপতি, একাত্তুরের ঘাতক দালাল নির্মূল কমিটি, ফ্লোরিডা, ইউ এস এ।
বীর মুক্তিযোদ্ধা কাজী ই. ইকবাল, সরকার-স্বীকৃত হিসাবরক্ষক, কার্যপ্রণালী পরিচালক, ক্যালিফোর্নিয়া, ইউ এস এ।
পারভেজ হাসেম, আইনজীবী ও মানবাধিকারকর্মী, ফ্লোরিডা, ইউ এস এ।
চারলোটা জ্যাকুয়েমার্ট (Charlotte Jacquemart), সিনিয়র সাংবাদিক, সুইস পাবলিক রেডিও, সুইজারল্যান্ড। 
মোঃ সাদিক হাসান, উপদেষ্টা, হউকেল্যান্ড ইউনিভার্সিটি হাসপাতাল, নরওয়ে। 
ইশতিয়াক জামিল, প্রফেসর, বার্গেন বিশ্ববিদ্যালয়, নরওয়ে। 
আমিনুর রহমান, গবেষক, হউকেল্যান্ড ইউনিভার্সিটি হাসপাতাল, নরওয়ে। 
শেলিনা আফরোজ জামান, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, উপসালা সিটি কাউন্সিল, সুইডেন।
তনয় ইমরোজ আলম, মানাবাধিকার কর্মি, জার্মানি।
সাইফুর রহমান মিশু, পরিচালনা পর্ষদ সদস্য, গ্লোবাল জাস্টিস নেটওয়ার্ক ফাউন্ডেসন, সুইডেন।
মিনহাজ আহমদ, লেখক ও সাংবাদিক, ইউ এস এ।
রেজাউল কবির বাদল, বিজ্ঞানী, ক্যানাডা।
তৌফিক মারুফ, সিনিয়র সাংবাদিক ও বিশ্লেষক। 
আল আমীন বাবু, সংগঠক ও সঙ্গীত শিল্পী। 
এফ এম শাহীন, সংগঠক, চলচ্চিত্র নির্মাতা, গণমাধ্যমকর্মী। 
নাহিদা নাসের, নিউইয়র্ক, ইউএসএ। 
নাহার মমতাজ, মানবাধিকার কর্মী, সুইডেন।
সোহেলা পারভীন শোভা, ভাস্কর, ফ্রান্স। 
তুহিন দাস, কবি, পেনসালভেনিয়া, ইউএসএ। 
মুরাদ খান, ম্যানেজিং ডিরেক্টর, র‍্যাপিড সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড, নেদারল্যান্ডস। 
বিদ‍্যুৎ কাল, সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ এসোসিয়েশন নরওয়ে। 
আদিবা জাহান, সমাজকর্মী, ঢাকা, বাংলাদেশ।
লিয়াকত হোসাইন লিমন, ব্লগার, এক্টিভিস্ট, মানবাধিকার কর্মী।

Strong condemnation over attack on peaceful meeting of “Manch 71” and arrest of eminent citizens

Dhaka, 28 August:
A violent attack took place at a roundtable discussion titled “Our Great War of Liberation and the Constitution of Bangladesh”, organized at the Dhaka Reporters’ Unity with participation of freedom fighters of all political affiliations. Following the incident, eminent citizens have demanded the immediate release of those arrested and withdrawal of false cases.

In a statement sent to the media on behalf of the civil society, Violet Halder, Editor & Publisher of Shomoyer Shobdo (Norway), said that the newly formed platform “Manch 71” arranged the meeting where freedom fighters, academics, journalists, and human rights activists were present.

According to participants, a group identifying themselves as “July Joddha” (July Warriors) stormed the meeting, physically attacked the attendees, and shouted provocative slogans. They were alleged to have links with Islamist political parties and extremist groups.

Instead of arresting the attackers, the police detained 16 eminent citizens and took them to the detective branch office, later filing cases against them under the Anti-Terrorism Act.

In a joint statement, 26 eminent citizens from home and abroad said:
“Organizing a peaceful roundtable discussion is not a crime. On the contrary, filing cases against the participants instead of taking action against the attackers is against democracy, the rule of law, and the spirit of our Liberation War.”

The three-point demand of civil society:

1. Immediate release of the 16 detained citizens.
2. Withdrawal of the “false and baseless” cases against them.
3. Swift and appropriate legal action against the attackers.

The statement was endorsed by:

Tajul Imam, Freedom Fighter, Artist & Painter, USA
Yousuf Chowdhury, Freedom Fighter, Engineer, Boston, USA
Aktar Zaman,Freedom Fighter, Jury Judge, District Court, Uppsala, Sweden
Mohammed Shamim Mridha, Freedom Fighter, President, Ekatturer Ghatak Dalal Nirmul Committee, Florida, USA
Quazi I. Iqbal, Freedom Fighter, FCA. Director Operation. California, USA
Parvez Hashem, Lawyer and Human Rights Activist, Florida, USA
Charlotte Jacquemart, Senior Journalist, Swiss Public Radio, Switzerland
Md. Sadique Hasan, Advisor, Haukeland University Hospital, Norway
Ishtiaq Jamil, Professor, Bergen University, Norway
Aminur Rahman, Researcher, Haukeland University Hospital, Norway
Shelina Afroze Zaman, Retired School Teacher, Uppsala City Council, Sweden
Tonoy Emroz Alam, Social Woker, Germany
Saifur Rahman Mishu, Member of Global justice Network Foundation, Sweden
Minhaz Ahmed, Author, Journalist, USA
Rezaul Kabir Badal, Scientists, Ontario, Canada.
Toufiq Maruf, Senior Journalist & Analyst
Al Amin Babu, Organizer & Singer, USA
FM Shaheen, organizer, filmmaker, media worker, Bangladesh
Nahida Naser, Social Worker, USA
Nahar Mamtaz, Social Worker, Sweden
Shohela Purvin shova, sculptor, France
Tuhin Das, Poet, USA
Murad Khan, Managing Director, Rapid Security Services LTD., Netherlands
Biddut Kal, Ex General Secretary- Bangladesh Association Norway
Adiba Jahan, Social Worker, Bangladesh
Liaquat Hossain Limon, Blogger, Activist, Human Rights Worker

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!