জলে নেভানো একশব্দ তাড়া করে
আগুনকে যে ধরে রাখে কালো কয়লার মধ্যে
চোখের আড়ালে নীল বিষ পড়ে শিশিরে
মানুষের মৃত মুখ নিকষ তিমিরে
শব্দকে খুঁজে পাওয়া সনেটের গেঁথে যাওয়ার ভেতর
চাঁদ খেকো গলির নিশ্চিন্ত সুরঙ্গে গুমোট গরম
শামুকের মতো করুনা সকলের চোখে
শব্দ ছিল ঘামে ভিজে নরম নৈরাশে
কতো শব্দ জলজ্যান্ত নদীর ভেতরে
উষ্ণ প্রগলভ টান মৃত্যুর ভেতরে।