যে ঝড়ে ভাঙে তুমি, ভেঙে চুরে অসহায় ঘর
মেঘ উড়ে অভিমানী ভিতর, বৃষ্টির ধার
তুমি জানো, প্রেম সামলায় সেই ঝড়, তির্যক কথা
সামলায় সময়, সমাজ কিংবা নির্জন সংশয়
তুমি না চাইলেও প্রতিদিন হোক প্রিয় বিবাদ,
বন্ধ কথারা থিতিয়ে পড়ুক মনের পাত্রে
প্রতিদিন একপশলা হাওয়ায় নীচে ফুটুক নীলচে পরাগদাগ
যে ভাবে স্রোতে ভাসতে ভাসতে নৌকা হয়ে উঠি
ঢেউঘর, জোৎস্নাজল ফেলে রাত্রির বাঁকে
সেভাবে উচ্চারিত হোক ঠোঁটে মৃত্যু ও মৃদু প্রথম আলাপ




