যে কথা কখনও বলিনি

শুধু ভয় করে আমার
দূর্বাঘাসের বনে শৃগালও শার্দূল হয়
মাথার ওপর ধোঁয়ার দৈত্যরা আসে তেড়ে

অভিনয় সেরে সব্বাই ফিরে যায়
আমার শুধুই নির্বাসন
সবার পেছনে আছি পড়ে

দূরের কদম বনে ডেকেছিলাম কাকে?
ভালবাসা লিখেছিলাম হৃদয়-খাতাতে
সে খাতাও ছিঁড়ে গেছে
স্বপ্নেরা ধুয়ে গেছে কান্নার জলে

কোন্ অভিনন্দনে তবে নন্দিত হব?
বিমূর্ত উচ্ছেদের নতুন ইশতাহার
মুুুুহুর্মুহ গর্জনে বিপন্ন সংসার

 

ছবিঋণ: পারভেজ হাসেম 
Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!