রজনীর কাব্য

রজনী আসছে আর রজনী যাচ্ছে
কিছুই বলতে পারি না ওকে
আলো জ্বেলে ডাকতে পারি না
অন্ধকারে গন্ধ শুঁকি ওর
শুঁকতে শুঁকতে কাটাই নিশি
নিশিও আমার দুঃখ বোঝে না

কল্পনারা রোজ আসে
রোজ রাতে চৌকি বানাই
মরমি শব্দের বালিশে ঘুমিয়ে পড়ি
ঘুমের ভেতর খুলে রাখি দরজা-জানালা
স্বপ্নে আজ রজনী আসুক মনে মনে এই কামনা
রোজ রাতে দুঃসাহসে মনে মনে ডাকি ওকে

রজনী কি রাজনীতি আজ?
কোন্ পুরুষের ঘরে সে যায়?
আমি শুধু শব্দচারী শব্দের মাঠে নীরব দাঁড়াই
পতাকা নেই, মঞ্চ নেই শুধু এক প্রপঞ্চে জড়াই
শব্দের কাছে শব্দ পাঠাই
প্রজ্ঞার সঙ্গেই অলীক বিবাহ আর কিছু নয়

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!