শিশির আজম এর দুইটি কবিতা

পুতিন আর ট্র্যাম্প দুই বন্ধু

আজ সকালেই পুতিন
ট্র্যাম্পকে একটা ফোন দিতে পারেন

অথবা ট্র্যাম্পই ব্রেকফাস্ট টেবিলে বসে
ফোন করবেন পুতিনকে

যথেষ্ট হয়েছে
জেলেনস্কির ব্যাপারে একটা সিদ্ধান্ত নেওয়া দরকার

আপনারা হয় তো জানেন না
ট্র্যাম্প আর পুতিন দুই বন্ধু

মজার ব্যাপার হলো
এরকম বন্ধু আমরা আরও দেখতে পাবো
যদি দেখতে চাই

এদেরকে আপনারা চেনেন
এরা ছোট ছোট ট্র্যাম্প ছোট ছোট পুতিন

শোক

একবার এক সুন্দরী মহিলার অন্ত্যোষ্টিক্রিয়ায় যোগ দিয়ে
দেখলাম সবার ভিতরেই
কেমন একটা শোক শোক ভাব।

হ্যা, এমনটাই তো হবার কথা।
তাহলে আমি কেন বিস্মিত হলাম?

কোন সুন্দরী মেয়েরই সবার কাছে
হ্যা, সবার কাছে,
সুন্দরী হয়ে ওঠা উচিৎ না।

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!