#১
রৌদ্রের তাপে
সবুজ আম কাঁপে
পুকুর পাড়ে।
#২
বৈশাখী গানে
কাঁচা আমের ঘ্রাণ
পাখিরা হাসে।
#৩
সবুজ আম
বাতাসে দোল খায়
দুরের দেশে।
#৪
ভরদুপুরে
রসালো পাকা আম
ঝড় উঠেছে।
#৫
আম ধরেনি
কাঠবাড়ির গাছ
উনুনে জ্বলে।
#১
রৌদ্রের তাপে
সবুজ আম কাঁপে
পুকুর পাড়ে।
#২
বৈশাখী গানে
কাঁচা আমের ঘ্রাণ
পাখিরা হাসে।
#৩
সবুজ আম
বাতাসে দোল খায়
দুরের দেশে।
#৪
ভরদুপুরে
রসালো পাকা আম
ঝড় উঠেছে।
#৫
আম ধরেনি
কাঠবাড়ির গাছ
উনুনে জ্বলে।
জন্ম ১৭ জানুয়ারী, বরিশাল, বাংলাদেশ। প্রগতিশীল মেধা-মনন দ্বারা তিনি বিষয়কে অবলোকন করেন। তিনি বিশ্বাস করেন স্বচ্ছ দৃষ্টিভঙ্গি সোনাঝরা উঠোন। এক সময়ের সৎ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারার নিবেদিত এই যোদ্ধা বর্তমানে নরওয়ে প্রবাসী। তিনি একজন সংগঠক ও সম্পাদক। বীর মুক্তিযোদ্ধা, ভাস্কর ও চিত্রশিল্পী প্রয়াত চিত্ত হালদার এবং ষাটের দশকের অন্যতম নারী সংগঠক ও ভাস্কর্যশিল্পী প্রয়াত ঝর্ণা হালদার এর দ্বিতীয় সন্তান তিনি।