হাইকু: আম

#১
রৌদ্রের তাপে
সবুজ আম কাঁপে
পুকুর পাড়ে।

#২
বৈশাখী গানে
কাঁচা আমের ঘ্রাণ
পাখিরা হাসে।

#৩
সবুজ আম
বাতাসে দোল খায়
দুরের দেশে।

#৪
ভরদুপুরে
রসালো পাকা আম
ঝড় উঠেছে।

#৫
আম ধরেনি
কাঠবাড়ির গাছ
উনুনে জ্বলে।

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!