হারানো দিন

কালো আগুন্তুক হয়ে শীতবৃষ্টির
হেমন্ত কুয়াশায় ভিজে এখানে এসেছি
পাহাড়ের গাঢ় ছায়া যেখানে পড়ে
যেখানে নদীর আরম্ভ
জলের ভেতর মাটির গুল্ম
আমার শরীর কথা বলে আদম ভাষায়
পাথরের মতন কালো চোখে তুমি তাকাও
দীর্ঘ অন্ধকারের ভেতর আমি বড় নুয়ে পড়েছি।

+

Facebook
Twitter
LinkedIn
error: বিষয়বস্তু সুরক্ষিত !!