যে হৃদয়ে কেউ ভালোবেসে আগুন রাখতে পারে না
সেই হৃদয় কিভাবে যত্ন করে রাখবে ক্ষত!
যে হাত ধরে রাখতে পারে না আঙুলের টান
সে হাতের ভাগ্যরেখাতে মেলাবে কিভাবে নক্ষত্রপুঞ্জ, রাশিচক্র!
কতক্ষণ আর নিজেকে ধরে রাখবে অস্থির হাওয়া
‘যদিদং হৃদয়ং মম, তদস্তু হৃদয়ং তব’ মন্ত্র উচ্চারণ
কতক্ষণ আর তোমার সিঁথি ভ’রে রাখবে চাঁদের জোৎস্নায়
পাতাঝরা গাছ জানে ঋতুবদল উত্তরে হাওয়া
কার ডাকে বাজে আড়বাঁশি ভেসে গেছে কুসুমমঞ্জুরিকা
কার চোখে অশ্রুক্ষরণ।সব স্রোত মোহনামুখী
যে চোখে খুলে গেছে নদী সেই চোখে হার মেনেছে মরণ।