গ্রামের পথে
অনেক দিনের পরে ফিরছি আবার গ্রামে, মেঠো পথে আলের ধারে ধারে… কোন সে গ্রাম? কি আসে যায় নামে! গ্রামতো সবুজ মাঠ আর সোনালী ধানের আঘ্রাণ, তাল-তমালের বন, বাঁকা নদীর পাড় কিংবা টলমলে জল নীলদিঘীতে ডুব সাঁতারে স্নান। পথের বাঁকে বটের ছায় দোকান মনোহারী, হাটের পথে গরুর গাড়ি, বোঝাই করা কলসী হাঁড়ি, মাটির পুতুল, খেলনা রকমারী।…