
নজরুলকাব্যে মানিকগঞ্জের চিত্রকল্প
কাজী নজরুল ইসলাম বর্তমান শতকের কবিকুলের অন্যতম এক মহৎ ব্যক্তিত্ব। তিনি আমাদের জাতীয় কবি; জয়বাংলা ও স্বাধীনতার রূপকার। তাঁর রচনায় যেমনি ভাবের, মননের, চিন্তনের, প্রকরণের বৈচিত্র্যতা রয়েছে; তেমনি বৈচিত্র্যতা রয়েছে তাঁর ব্যক্তিজীবনের কর্মে, ধর্মে, আদর্শ ও বিশ্বাসে। তাঁর কবিতা, গান ও সাহিত্য পর্যালোচনায় কবির স্পর্শকাতর মনের বাস্তব বর্ণবহুল চিত্রকল্পের প্রমাণ মিলবে। কাজী নজরুল ইসলাম আমাদের…