দাঁড়িয়ে আছ তুমি আমার গানের ওপারে
সজল শ্রাবণ শেষ পরিচয় পোড়া মাটির বুকের ওপর ফুল পাতা ডালে বিষাদ ভার। হরিৎ ক্ষেতে টলমল ব্যথা দোল ওঠে জলে, নীলাম্বর। সময় ধারা বিচ্ছেদ লেখে গহন মনের ময়ূখ মুকুরে সঘন মেঘের স্বয়ম্বর। জলরেখা টানে দু’চোখের পাতা ঠিকানাহীন আবছায়া ব্যথা ভাঙা ভাঙা রাত —শেষের কবিতা মায়াময় দাহ আঁধার ছায়। দিন ভেসে যায় সুদূরের দেশে অস্তরবির গান…