
আধুনিক চীনের সবচে’ বিয়োগাত্মক প্রেমগাঁথা
সাহিত্যে নোবেল জয়ী লিও শিয়াবো’র (১৯৫৫-২০১৭) কোনও কবর নেই তার প্রিয় মাতৃভূমি চীনে। কারণ চীন সরকার তার মৃত্যুর পরে অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ হিসেবে তার শরীর দাহ করে ছাই সাগরে ছড়িয়ে দিয়েছে। যতদূর জানা যায় তার ছাইও সংরক্ষণ করা হয়নি কোনও কবরে। যেহেতু তার কবর রাখার কোনও ব্যবস্থা করা হয়নি সে কারণে যে মানুষ তার কবরের কাছে…