বনফুলের একটি অপ্রকাশিত চিঠি
বনফুলের এ অপ্রকাশিত চিঠিটি সংগ্রহ করেছেন বাংলাদেশের বিশিষ্ট ডাকসংগ্রাহক ও গবেষক আখলাকুর রহমান। এ চিঠিটি সংগ্রহের নেপথ্যের গল্পটি এ রকম: ১৯৭৩ সাল, তখন আখলাকুর রহমান রাজশাহী কলেজের ছাত্র, কলেজের শতবর্ষ উৎযাপন উপলক্ষে কলেজ সাজাতে চুনকাম ও রঙের কাজ চলছিল আর কলেজের অফিসের বস্তা বস্তা কাগজ বারান্দায় ফেলে রাখা ছিল। রাজশাহী কলেজের প্রাক্তন ছাত্র এবং রাজশাহী…