অধরা মাধুরী
পড়ন্ত বিকেলে গাছতলায় বসে বিষ্ণুর কত কথা মনে পড়ে। সুখ, দৈহিক তৃপ্তি আর সব পাওয়ার অলিগলি বেয়ে শূণ্য মনে স্মৃতি, পেয়ে হারানোর বিরহের মিষ্টি ব্যথা বিষ্ণুকে বারবার নাড়া দেয়। অতীতে ভ্রমণ করিয়ে আনে। বিশেষ করে শেষ দেখার সেই মুহূর্তগুলো- এখনও মনের পর্দায় ছবির মতো ভেসে ওঠে। না পাওয়া প্রেমের ব্যথার সুখ স্মৃতি মেদুর করে তোলে।…