হাইকু হাইকু: আম ভায়লেট হালদার1 year ago01 mins #১ রৌদ্রের তাপে সবুজ আম কাঁপে পুকুর পাড়ে। #২ বৈশাখী গানে কাঁচা আমের ঘ্রাণ পাখিরা হাসে। #৩ সবুজ আম বাতাসে দোল খায় দুরের দেশে। #৪ ভরদুপুরে রসালো পাকা আম ঝড় উঠেছে। #৫ আম ধরেনি কাঠবাড়ির গাছ উনুনে জ্বলে। Read More