শ্রদ্ধাঞ্জলি: উনিশে মে যাদের রক্তে রঞ্জিত বরাক উপত্যকা
শাল্মলী ভেবে পায় না শুধু তারকাঁটার বেড়া একটা জাতির, একটা ভাষাসত্তার মানুষের সামগ্রিক আবেগকে কিভাবে দ্বিখণ্ডিত করে দিতে পারে! কিভাবে একটা অখণ্ড ভূমিকে পৃথক দুটি মেরুতে পরিণত করে দিতে পারে! এ তো একটা রুটি নয় যে, ছিঁড়লে দু-খণ্ড হয়ে যাবে! ভাগ করে নেওয়া যাবে আর-একজনের সঙ্গে! শাল্মলীর যখন একটা ভাই হল, তখন তার মা হল…