ইতিহাসের বাস্তব এবং লেখকের বাস্তব: সৈয়দ ওয়ালীউল্লাহ্ ৫
।।শেষপর্ব।। সৈয়দ ওয়ালীউল্লাহ্’র সামগ্রিক ঔপন্যাসিক জীবনের কেন্দ্রে প্রতিষ্ঠিত যে-জীবনদর্শন সেটির নাম আশাবাদ নয়, হতাশাবাদ। তাঁর সাহিত্যপাঠের বৈশ্বিক অভিজ্ঞতা তাঁর বিভিন্ন উপন্যাসে সুপ্রযুক্ত হয়েছে নানাভাবে। প্রথম উপন্যাস লালসালু-তে চলচ্চিত্রিক আঙ্গিকে বাস্তবের খণ্ড খণ্ড অবয়বের সম্মিলনে একটা পরিপূর্ণ ক্যানভাস নির্মিত হয়। প্রসঙ্গত, আমরা মনে রাখি, তিনি একজন চিত্রকরও ছিলেন। নিজের একাধিক গ্রন্থেরও তিনি প্রচ্ছদশিল্পী। দ্বিতীয় উপন্যাস চাঁদের…