ধারাবাহিক উপন্যাস উত্তাল ২৬
।। পর্ব ২৬।। দিনটা ছিল ২০০৬-এর ২৫ সেপ্টেম্বর। আঁধারগ্রামের মানুষদের পাশে গিয়ে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি যেতেই আন্দোলনের চেহারা নতুন একটা মাত্রা পেল। ওখানে দাঁড়িয়ে মমতা প্রশ্ন তুললেন, ওঁরা কর্মসংস্থানের কথা বলছেন? মাত্র আট মাস আগে ৩১ জানুয়ারি কেন্দ্রীয় সরকারি সংস্থা এন জি এম সি-কে তা হলে ওঁরা তুলে দিলেন কেন? চোদ্দো হাজার পাঁচশো শ্রমিকের…