ধারাবাহিক উপন্যাস ‘উত্তাল’ (তেত্রিশ)
।। পর্ব – ৩৩।। পায়ে গুলি লাগতেই মাটিতে লুটিয়ে পড়ল কেশপুরের উত্তম পাল, ওরফে শম্ভু। সেটা দেখে ওর কাকিমা তাপসী পাল ভয়ে ছুটতে ছুটতে থমকে দাঁড়িয়ে পড়ল। পিছু ফিরে কোনও রকমে ওকে তুলতে যেতেই কোথা থেকে দু’-তিন জন পুলিশ ছুটে এসে লাঠি দিয়ে বেধড়ক মারতে লাগল তাঁকে। একজন পুলিশ বলল, মাতঙ্গিনী হাজরা হবি? তোকে শালি…