ধারাবাহিক উপন্যাস ‘উত্তাল’ (চৌত্রিশ)
।। পর্ব – ৩৪।। নবীন মাস্টারের দিকে তাকিয়ে তেরো নম্বর বলল, যাক বাবা, তা হলে আমাদের এত দিনের পরিশ্রম সফল হল! খুব গম্ভীর হয়ে নবীন মাস্টার বললেন, এখনই কিন্তু এ কথা বলা যাবে না। তেরো নম্বর অবাক। এই সরকার যাতে নন্দীগ্রামে, এমনকী এই রাজ্যের অন্য কোথাও কেমিক্যাল হাব করতে না পারে, সে জন্য জনমত গঠন…