ধারাবাহিক উপন্যাস উত্তাল ৩৯
।। পর্ব – ৩৯ ।। মাওবাদীরা অবাক। পরিবর্তন! এই পরিবর্তনের কথা তো বহু দিন আগে থেকেই তাঁরা বলে আসছেন। পাননি দেখে বাধ্য হয়ে অস্ত্র তুলে নিয়েছেন হাতে। যাঁদের জন্য ওঁদের আকাঙ্ক্ষিত পরিবর্তন আসতে বাধা পাচ্ছিল, তাঁদের কাছে মিনতি করে, বারবার হাতে-পায়ে ধরে, বছরের পর বছর দরবার করেও তাঁরা যখন ওঁদের কথায় কান দিচ্ছিল না, তখন…