চন্দ্রকুঠী, দার্জিলিং
দার্জিলিং মানেই এক অন্যরকম ভালোলাগা এবং পাহাড়ের কোলে নিবিষ্ট মনে কিছুটা সময় কাটানো। দার্জিলিং গেলে প্রথমেই যে জায়গাগুলোর জন্য আমরা উতলা হয়ে উঠি তা হল— (১) টাইগার হিল (২) বাতাসিয়া লুপ (৩) দার্জিলিয়ান হিমালয়ান রেলওয়ে (৪) দার্জিলিং চিড়িয়াখানা (৫) হ্যাপি ভ্যালি টি স্টেট (৬) বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম (৭) হিমালয়ান মাউন্টেননিয়ারিং ইনস্টিটিউট (৮) প্যাগোডা ও…
