
নিরানন্দ জীবনানন্দ
কবি জীবনানন্দ দাশের পদবীর হচ্ছে ‘দাশ’, ‘দাস’ নয়। তাঁর পদবীর বানানে ‘শ’ হয়, ‘স’ নয়। যাঁরা জীবনানন্দের মহা ভক্ত তাঁদের সাধারণতঃ এই বিষয়টাতে খুব একটা ভুল হয় না। তবে, অন্যদের যে ভুল হয় না, সে বিষয়ে নিশ্চয়তা দেওয়া যায় না। জীবনানন্দ দাশের পদবীর বানানে এখন তেমন একটা ভুল না হলেও, তাঁর জীবিত থাকার সময়ে অনেকেই…