
বঙ্গাব্দ ও পঞ্জিকা ইতিবৃত্ত
পঞ্জিকা— ছোট মোটা একটি লাল বই; প্রায় সকল বাঙালির বাড়িতেই এই বইটির খোঁজ পাওয়া যাবে। বাঙালির বিভিন্ন শুভ অনুষ্ঠান, দিনক্ষণ দেখবার জন্য এই বইয়ের খোঁজ পড়ে। এই বইয়ের হিসাব মেনেই বাঙালির বিভিন্ন মাঙ্গলিক, শাস্ত্রীয় অনুষ্ঠানগুলি করা হয়। পঞ্জিকা হিসাব হয় বাংলা সন বা বঙ্গাব্দ হিসাবে। সচরাচর আমরা কেউই বঙ্গাব্দের দিনের খোঁজ রাখি না। কিন্তু বঙ্গাব্দ…