
বীরত্বের মহীয়সী শহীদ জননী জাহানারা ইমাম
বাংলাদেশের সংকট ও ক্রান্তিলগ্নে শহীদ জননী জাহানারা ইমামের আদর্শ নিঃসন্দেহে অনুপ্রাণিত করে। বিগত সময়ে তাঁর সাহসী পদক্ষেপ, নের্তৃত্ব মুক্তিযুদ্ধের সংগ্রাম ও আদর্শকে পুনরুজ্জীবিত করেছিল। নব্বইয়ের দশকে স্বাধীনতার পরাজিত শক্তির চরম উত্থানের সময় দিশেহারা বাঙালির পথ প্রদর্শক হিসেবে তিনি গণআন্দোলনে নেতৃত্ব দেন। এই মহীয়সী শহীদ জননী জাহানারা ইমাম (মে ৩, ১৯২৯ – জুন ২৬, ১৯৯৪) বিশিষ্ট…