
কল্পনা চাকমা স্মরণে
কল্পনা চাকমা কি শুধু যুবতী ছিল? নাকি ছিল এক পাহাড়ের আত্মার গান— যার প্রতিটি সুরে ছিল স্বাধীনতার বর্ণ। যখন তাকে তুলে নেওয়া হয়েছিল তখন সবাই ছিল সভ্যতার মুখোশে মোড়া গভীর ঘুমে অচেতন। শুনশান ১২ই জুন ১৯৯৬ নিঃশব্দে গিলেছিল এক প্রতিবাদী কণ্ঠ— নাম তার কল্পনা, কল্পনার থেকেও অস্পষ্ট দৃশ্যের মতো হারিয়ে গেল সে। তাঁবুর নিচে রাষ্ট্রের…