রোকেয়া পদক বিতরণ আর রোকেয়াকে গালি: রাষ্ট্রের দ্বিচারিতার নির্মম প্রতিচ্ছবি
বাংলাদেশে ৯ ডিসেম্বর হলো এক অদ্ভুত বৈপরীত্যের দিন। এইদিনে সরকারীভাবে পালিত হয় ‘বেগম রোকেয়া দিবস’- নারী জাগরণ, শিক্ষামুক্তি ও মানবমর্যাদার এক কিংবদন্তি বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন’র প্রতি রাষ্ট্রীয় শ্রদ্ধা। কিন্তু সেই একই রাষ্ট্র বছর জুড়ে চোখ বুঁজে দাঁড়িয়ে থাকে যখন রোকেয়ার নাম চিৎকার করে অপমানিত করা হয়, যখন তার মুখে কালো রং মাখানো হয়, যখন…
