শুধু বিকেল হয়ে গেছে

ক্ষতগুলি শুকিয়ে যায়নি
শুধু বিকেল হয়ে গেছে
শেষ রশ্মিটুকু ঝরে পড়েছে ক্ষতের উপর
কয়েক ফোঁটা অশ্রুর শুকনো দাগ
সভ্যতার বারান্দায় চিহ্ন হয়ে আছে

পাখিরা চলে গেছে নিজস্ব বাসায়
যদিও সমস্ত বাসা জুড়ে অন্ধকার

আমি শূন্যতা নিয়ে খেলা করি শুধু
সমস্ত যুদ্ধের ইতিহাস কালের আবর্তে ঘুরপাক খায়
সেসব জানে না কেহ
মৈথুন ভরা ঘরে বিরামহীন মদনের শর ছুটে যায়

ক্ষতগুলি স্মৃতির বিস্ময়ে কেবলই নির্বাক হতে থাকে
সভ্যতা বদল করে বাঁক
আলো নিভে এলে কালের সীমানা জুড়ে বিষাদের কাক ডাকে

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!