পৃথক

তোমার মধ্যে অন্ধকার তোমার মধ্যে আলো
কতো মধ্যরাত সয়েছে তোমার তরবারি
রক্তময় ভীষণ হিংস্রতা
ভেতরে ভেতরে নষ্ট হয়ে গেছি মানুষের মতো
দেখেছি মৃত্যুর স্পষ্টতা
দেখেছি আমার প্রাণ নিয়ে খেলা
নিজ শর্তে আমি ও আজ পৃথক বিপ্লবী।

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!