শব্দহীনা স্বর্ণ কন্ঠ

ধূসর পৃথিবীর ঘোলাটে অন্ধকার
সজল মেঘের আড়ালে ‘কাঁচা রোদ’, অশ্রুত প্রভাত।
শেষ শ্রাবণের অনিঃশেষ ধারা
নীল পাখি ফিরেছে নির্জন কুলায়ে,

সুদূর প্রবাসী অনশ্বর বিদায়ের পথে

‘নক্ষত্রখচিত পূর্বাশার প্রান্তদেশে’ প্রগাঢ় শূন্যতা
তুমি স্বর্ণ কন্ঠের রানী নিবিড় শ্যামল বনানী

নিদারুণ দহন বুকে অনিবার
তৃষিত নয়নে নয়নে বিরহিণী ছায়া।

বেদনার্ত শব্দেরা লেখে কান্নালিপি
নিয়তির নির্মম করাঘাতে ছিন্ন ভিন্ন মাটি
মৃত্যু মেনেছে হার মৃত্যুজিৎ জীবনের কাছে
মহাকালজালে রাত্রির আবচ্ছায়া।

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!