মাটির গান গাইতে গাইতে নোনাজলে ভেসে বেড়ায় মদন, ছমির মিঞারা। প্রকৃতি কাড়ে তাদের সুখ- স্বপ্ন- আশা- ভরসা। নোনাস্রোতে ভাঙনের সাক্ষী হয় রোজ রোজ। রাত নামলে ছমিরের চোখে ভাসে মেয়ে গোলাপির মুখ। শোনে বিবির অসহায় কান্না।কালক্রমে বাঁজা হারামনি শোনে নারী জীবনের কাঙ্খিত মা ডাক। নোনা জল শোনায় নিখোঁজ হওয়া মানুষের গল্প। আখ্যান জড়িয়ে বাঁচে বিপন্ন লোকসংস্কৃতি, অলৌকিক বিশ্বাস, গ্রাম্য নরনারীর প্রেম, অকাল শোক। ‘নোনা মাটির নোলক’ বস্তুত সমাজ, লোকসংস্কার ও রাজনৈতিক পালাবদলের প্রেক্ষিতে গ্রামীণ বিভাজনের দৃশ্যলিখন, ভাঙনের গান।
সপ্তম পর্ব
দ্যেল নিকতেচে কত নোকে সামনের মাসে ভোঁট
নেতা মুন্তি পাড়ায় পাড়ায় পাটি পাটি জোট
ঢালাই দেবা আস্তায় আস্তায় টিবলি দ্যেয়লে আলো
সোর্ষে পড়লি খুঁটে নেবা যাবা দ্যেকা ভালো।
অন্চোল পেদান হোবা অবি নেবে সপটা মুচে
পাঁচ বচোরে কতোক মানষির যাবা দুঃক্কু ঘুচে
ও কোতা আর বলিসনি তুই আঙ্গার কোতা শোন
পুকুর চুরি করবে দেকবি ওরে সোনা বোন।
মন্দো নোকে তলপি গুচোয় ভালো নোকে ভাসে
আগে থেকে হচ্চে এ সপ দ্যেকা আশে পাশে
নোক দেকানো ভাষন মারে ভোঁটে ঝ্যেতো নেতা
ক আঙড়ি নি পেটে ওগার কতো গ্যেনের কোতা।
কাজ ফুরুলি ছাললায় নাতি বলে গাঁয়ের নোক
মিচে কোতা নয় দেকতিচি পাড়ার পোড়া চোক
পান্তা ভাতে আটার ভুজোয় বাঁচে নোনা জেবন
নোরপা ছোরপা করবে দেশটা ঝেতো বুনো ঢেমন।
ভালো মানুষির পাইনা দেকতি করবে দেশের ভালো
তাগার সংখ্যা হাতে গোনা বেশিরভাগটা কালো।
কাগোজ খুললি দেকতি পাবে পাতায় পাতায় খুন
নোক দেকানো আজনীতিতে মুকি মাকে চুন।
ভোঁট আসলি যে এতায় ওতায় কানা ঘুষো চলে
ভোঁটের ফল কি হতি পারে নন্টে খুড়ো বলে
কি আর বলি ওরে ছোঁড়া আগে ছ্যেলো নেতা
এ্যাকোন তো সপ গুন্ডা মোস্তান শিক্কায় দিক্কার ঝাতা।
কেউ দেঁইড়েচে নৌকো চিন্নে কেউ দেঁইড়েচে পাকায়
ভোঁটের নক্কী দেকি এবার কাগার কোপাল ধোরায়
কদিন ধোরে পাটির নোকের চোকির ঘুম যে ছোটে
উন্নোয়নের বোন্যায় ব্যোনায় দেবে কাবলা কেটে।
ভোঁটের দিনতো এতায় ওতায় কাগোজ ঝুইলে দেয়
ভোঁট ফুরুলি ছাবাল্লা সপ টেনে হিঁচড়ে নেয়
আস্তার মোড়ে পাটির নোকে পেতে বসে চট
ছোলা, মুড়ি, হুডুম ভাজা চিবোচ্চে মটমট।
অবি, মোবা হাত জোড় করে পাড়ায় পাড়ায় ঘোরে
দেকিস ঝ্যেনো ভোঁটটা সোবার জায়গা মতোন পড়ে
গদির নেশা বড়ো নেশা বুজবে কবে মানুষ
হুজুগেতে ছুটে ব্যেড়ায় মন্দো নোভী ফানুস।
চলবে…