কালো আগুন্তুক হয়ে শীতবৃষ্টির
হেমন্ত কুয়াশায় ভিজে এখানে এসেছি
পাহাড়ের গাঢ় ছায়া যেখানে পড়ে
যেখানে নদীর আরম্ভ
জলের ভেতর মাটির গুল্ম
আমার শরীর কথা বলে আদম ভাষায়
পাথরের মতন কালো চোখে তুমি তাকাও
দীর্ঘ অন্ধকারের ভেতর আমি বড় নুয়ে পড়েছি।
+
কালো আগুন্তুক হয়ে শীতবৃষ্টির
হেমন্ত কুয়াশায় ভিজে এখানে এসেছি
পাহাড়ের গাঢ় ছায়া যেখানে পড়ে
যেখানে নদীর আরম্ভ
জলের ভেতর মাটির গুল্ম
আমার শরীর কথা বলে আদম ভাষায়
পাথরের মতন কালো চোখে তুমি তাকাও
দীর্ঘ অন্ধকারের ভেতর আমি বড় নুয়ে পড়েছি।
+
কবি জয়িতা চট্টোপাধ্যায়, রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং অন্নামালাই বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। দেশ বিদেশের বিভিন্ন পত্রিকায় তার লেখা কবিতা নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।