রোজ মনে হয় এই দুঃস্হ দিন কেটে যাবে
বৃষ্টি হলে কেটে যাবে ক্লেশ
কেটে যাবে দীনহীনতা
বৃষ্টি হলে হয়তো কেটে যাবে অসহায় দুঃখ
হয়তো একটা অমোঘ মেঘের জন্ম হবে
কেটে যাবে সমস্ত অবরোধ
যেভাবে বৃষ্টি হয় কাঙ্খিত উদ্বুদ্ধ কৃষকের মাঠে
আকাঙ্খায় উঠে আসে চেনা দুটি চোখ
প্রথম বার প্রেমের মতন আবার বৃষ্টি হোক।