ক্রীতদাস

যে পথে হেঁটেছে তৃষাতুর
পুরনো স্মৃতির মতো মিথ
মৃগ হয়ে লুকানো বিস্ময়
স্থির করোটিতে বিষণ্ণতা
সেখানে মলিন ধূলিকণা
ক্যারাভানে ফেরে ক্লান্ত কাফ্রি
ক্রীতদাস মাটিতে লুটিয়ে
হারেমের খোজা এক, কৃশ!
পায়ে পায়ে হেঁটে চলে বেশ
বিপ্লবের ওম চারিদিকে
হাহাকার ক্ষুধার্ত অক্ষয়ে
নোয়াবে না মাথা তবু তো সে
পৌরাণিক ঋষির মতোই
কেটে গেছে মায়াজাল আজ
তাকে কেউ কেউ জানে, কিন্তু
জানে না হয়তো অনেকেই…
Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!