জ ন্ম দি ন

রেবতী নক্ষত্রের অনন্ত আলোয়
বৈশাখী বাতাসে ভাসে জোড়াসাঁকোর ঘর দোর অন্দরমহল।

প্রথম আলো ছড়িয়ে পড়েছে পৃথিবীর চোখে মুখে।
পরিচয় হলো প্রকৃতির সাথে, আকুল আকাশে সাথে।
…একেলা রাতে।
গান বাঁধল পাখিদের দল,
রাঙা মাটির পথে উদাসী বাউল।

উঠোন তখন সেজেছে,
সেঁজুতি গন্ধে জেগেছে।
আলোয় ঝিলমিল করে উঠল মাটি। মৃন্ময়ী প্রকৃতি।

শাঁখ বাজাও। বাজাও শাঁখ।
প্রদীপ জ্বালো। এসেছে নতুন আলো।

মেঘের কোলে লেখা হলো পঁচিশে বৈশাখ।
শিশিরে ভিজল পঁচিশে বৈশাখ।
আলো মাখলো পঁচিশে বৈশাখ। রবির দীপ্ত আলো।

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!