স্মৃতিদের কথা

স্মৃতিরা সবাই ফিরে আসে
পুরোনো ঘরদোর জানালা কপাট
রংচটা যৌবনের রক্তরাগ
পাখি উড়ে যাওয়া শুকনো ডাল
সব আছে—মৃত ও জীবিত বসন্তরাও
শুধু সম্মোহন নেই কোথাও আর

ভরা কলসির ছলাৎ ছলাৎ
শ্রাবণের জোনাকির বাঁশবন
নতুন ছিপের মাছ তড়াপ তড়াপ
কালি পড়া লন্ঠনের কাচ
উঠোনে হাওয়ায় গল্প জমে
গল্পে গল্পে সারারাত নাচ

প্রথম তাম্বুলে মুখ লাল
প্রথম চুম্বনে বুক ধড়ফড়
জ্যোৎস্না নিধি, জ্যোৎস্না নিধি
প্রথম রাতজাগা প্রহর
তারপর স্বপ্নে কেঁপে ওঠা, কেঁপে কেঁপে ওঠা
আজ আর আলো নেই স্মৃতির কঙ্কালে…

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!