সংকট

আমি সংকটের নিকটে রোজ যাই
চেয়ে থাকি তার গর্তের দিকে
দু’চোখ জুড়ে শুধু অন্ধকার

ওখানে কি বিশ্রাম থাকে তবে?
বিশ্রামের সঙ্গে কি বিবাহ আমার?
তবে তো আঁধারগামী, আমাদের পাতালে বাসর!

নক্ষত্রখচিত মেঘ কবরী সাজায়
তাদের আলোর ঘ্রাণে জেগে ওঠে কাদের সমাজ?
আমার সমাজ নেই; সারারাত আগলাই মৃত বিশ্বাস।

নিশিহাঁস উড়ে গেলে বুঝি তারও প্রাগভাষা আছে
নিঃশব্দে স্মৃতির দাঁড় টেনে নিয়ে যায় এ-জীবন
বাতাস কুড়িয়ে নেয় ঝরা দীর্ঘশ্বাস…

আমি শুধু কলেবর দেখি
অহংকার মোচন হলে এই শীর্ষদেশ
ইন্দ্রিয় মুছে ফেলে দ্যাখে শুধু ধ্বংসাবশেষ

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!