দশটি হাইকু: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

#১
হৃদয়ে গাঁথা
পলাশ ঝরা ব্যথা
ভুলি কি করে!

#২
দখিনা বাও
ভিনদেশী ভাষায়
চোখ রাঙ্গায়।

#৩
রুদ্র পলাশ
হৃদ মাঝারে কাঁদে
৮ই ফাল্গুনে।

#৪
বসন্ত সাজে
আমার বর্ণমালা
উঠানে হাঁটে।

#৫
২১ নিষিদ্ধ
বর্ণমালা পোড়ায়
ফাল্গুনানল!

#৬
বায়ান্ন থেকে
এক শোকের গল্প
দগ্ধ ফাল্গুন।

#৭
৮ই ফাল্গুনে
পাতার মতো ঝরে
মায়ের কান্না।

#৮
শিমুল ফুল
লাল রঙে ফুটেছে
একুশ শোকে।

#৯
একুশ পোষে
পলাশ রাঙা শোক
জীবন ঘিরে।

#১০
রাত্রির জুড়ে
মান্দার ফুল ছায়
স্মৃতির স্তম্ভ।

Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!