মিরো

হুয়ান মিরোর বনের ভিতর তিন দিন ঘুরে বেড়ালাম
দেখলাম মিরোর যে বনের কথা আমরা শুনেছি এটা তেমন না
এর পাখি আর এর ভিতরকার আকাশ অন্যরকম
এর কাঁটার ক্ষুধা-তাড়না আলাদা
আর এটা উড়ে বেড়ায়
আর এর গাছপালা ছোট ছোট নদী দুপুরের সূর্য
যখন ঘুমোয় অথবা বিশ্রাম নেয়
নীল একাকী এক বিন্দুর ভিতর এরা সেঁধিয়ে দেয়
নিজেদেরকে
অবশ্য কাতালান কোন বন আদতে কীরকম হয়
তা তো পুর্বে কখনও আমি দেখিনি
কেবল ওর কুকুরটাকে চিনতাম
নিশুতি রাতে চাঁদের দিকে চেয়ে ও ডাকতো
হয় তো আমাদেরও কুকুর আছে
আমার কুকুর আছে
হ্যা কাতালান না হয়েও আমার থাকতে পারে কুকুর
নিশুতি রাতের
Facebook
Twitter
LinkedIn
Print
error: বিষয়বস্তু সুরক্ষিত !!