আজ সেই পূর্ণিমা গঙ্গায় ডুবে যাবে ব্যর্থ চাঁদ
প্রেমিকের সমস্ত কল্লোল শান্ত হবে
শব্দময় হবে কেবল তারাদের গুঞ্জন
সন্ন্যাসীর মতো আমি চলে যাব পরিচ্ছন্ন ভোরে
শূণ্য হাতে পূর্ণ চাঁদ গলে পড়বে জলে।।
আজ সেই পূর্ণিমা গঙ্গায় ডুবে যাবে ব্যর্থ চাঁদ
প্রেমিকের সমস্ত কল্লোল শান্ত হবে
শব্দময় হবে কেবল তারাদের গুঞ্জন
সন্ন্যাসীর মতো আমি চলে যাব পরিচ্ছন্ন ভোরে
শূণ্য হাতে পূর্ণ চাঁদ গলে পড়বে জলে।।
কবি জয়িতা চট্টোপাধ্যায়, রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং অন্নামালাই বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। দেশ বিদেশের বিভিন্ন পত্রিকায় তার লেখা কবিতা নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।