তোমার কাছে যাওয়ার সমস্ত পথ বন্ধ
পুরানো পাথরের মতন পথের পাশে পড়ে থাকি
যেমন গভীর গাছের নীচে শুকনো পাতা
বাতাসের হাতে পুড়ে যাই রোজ
পথের একপাশে পড়ে আছি সমস্ত কাজ ছেড়ে।
তোমার কাছে যাওয়ার সমস্ত পথ বন্ধ
পুরানো পাথরের মতন পথের পাশে পড়ে থাকি
যেমন গভীর গাছের নীচে শুকনো পাতা
বাতাসের হাতে পুড়ে যাই রোজ
পথের একপাশে পড়ে আছি সমস্ত কাজ ছেড়ে।
কবি জয়িতা চট্টোপাধ্যায়, রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক, রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় এবং অন্নামালাই বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন। দেশ বিদেশের বিভিন্ন পত্রিকায় তার লেখা কবিতা নিয়মিত প্রকাশিত হয়ে আসছে।