এই শোনো মানিনী, আমি প্রেমিক নই
যে চিহ্ন আমি বসিয়ে দিচ্ছি অসহায় শব্দের গভীরে তা কেবল হতাশা, ক্লান্ত ক্ষয় কিংবা তোমার অভিশাপ আমি কোনোদিন সংসারী নই, শিকড় জড়ানো সন্ধ্যের বাঁশিতে ফুঁ দিতে দিতে ভ্যানগগের রঙে দু ফোটা দুঃখ মিশিয়ে দিয়েছি রাত্রির দৈর্ঘ্য অনেক কম, অযথা উদ্বিগ্ন হয় তবুও জোৎস্না অভিযোগের মিছিলের মাঝে প্রধান অপরাধী আমি অপরাধ আমার উদাসীন নির্জনতার আমার ফ্রেম…
