লাঠি
বাবা গত হয়েছেন বহুদিন হলো। হঠাৎ মায়ের যখন সেরিব্রাল অ্যাটাক হয়, ডাক্তার জবাব দেন। সপ্তাহখানেক নার্সিংহোমে ভর্তি করা হয়। চাঁদা তুলে দেওয়া হয় নার্সিংহোমের ফিস। ছয় ছেলের মধ্যে পাঁচ ছেলে চাকুরিজীবি। তাও আবার সরকারি চাকরি। ছোটছেলে শুধু বেকার। ছোট্ট একটা পানের গুমটি আছে তার। কোনোরকমে সংসার চলে। মাকে নার্সিংহোম থেকে ঘরে আনার আগেই…