অন্ধকারে জলপাই পাতার রঙ ও নয়নতারা
এক বাহ্! ভারী মিষ্টি কণ্ঠ তো। কে গাইছে এমন মায়াবী গান? দরজা খুলে দেখি লোকটি সাদাছড়ির উপর ভর দিয়ে ঈষৎ হেলান দিয়ে গাইছে ছায়া মেলানো আদুরী গান। কাছে যেতেই মুচকি হাসলেন।সুরের ঠোঁটেই স্বরের উপর সুর বসাতে বসাতে বললেন ‘দূরে কোথাও বুঝি গেছিলেন? দুই আজকাল এমনও বৃষ্টি হয়? বাতাসের তোড়ে বৃষ্টি তেছরা হয়ে পড়তে পড়তে এক্কেবারে…
