মানিক বৈরাগী
মানিক বৈরাগী ২৮ জানুয়ারি ১৯৭১ সালে চট্টগ্রামের সিকলঘাটা, লক্ষ্যারচর, চকরিয়া জন্মগ্রহণ করেছেন। বর্তমানে তিনি পরিবার নিয়ে কক্সবাজারে বসবাস করছেন।
এপর্যন্ত মোট ১৩টি প্রকাশিত গ্রন্থ:
#কবিতা
গহীনে দ্রোহ নীল
শুভ্রতার কলঙ্ক মূখস্ত করেছি
নৈনিতালের দিন ২০১৯
শের এ মানিক বৈরাগী ২০২০
ছাইস্বর্ণ অম্লজলে ২০২১
মৃত্যুর গান গাই ২০২২
একলব্যের আঙুল ২০২২
#প্রবন্ধ
বুবু থাকুন নিরাপদে ২০২১
#শিশুতোষ গল্প
বন বিহঙ্গের কথা (বইটির ভিডিও চিত্র নির্মিত হয়েছে এবং এনটিভিতে প্রচারিত হয়েছে)
ইরাবতী ও কালাদান ২০২০ (ইংরেজি ও বার্মিজ ভাষায় প্রকাশিত)
ডোলবাতি ২০২১ (বইটি ইংরেজি ও বার্মিজ ভাষায় প্রকাশিত)
ঝিনুক ও জলমাতা ২০২২
সম্মাননা - মূল্যায়ন সাহিত্য সম্মাননা, বঙ্গবন্ধু জাতীয় সাহিত্য পরিষদ সম্মাননা, অন্তরা সাংস্কৃতিক কেন্দ্র কতৃক গুণিজন সম্মাননা, দরিয়া নগর আন্তর্জাতিক কবিতা মেলা ২০২২ ও কবিতা বাংলা কবিতা ও সামগ্রিক সাহিত্য সম্মাননা ২০২২ ভূষিত হয়েছেন।
সম্পাদক - গরাণ (ছোট কাগজ)
সম্পাদক - পিতা (বঙ্গবন্ধু স্টাড়িসার্কেল এর মুখপত্র)
উপদেষ্টা সম্পাদক - বজ্র তর্জনী (বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখার প্রকাশনা)