শরৎ গোধূলি
কয়েকবার ফোন করেও ছেলেকে পেল না ঋতু। মনের ভেতর কেমন একটা অস্বস্তিবোধ হচ্ছে। পুজোর ছুটি আছে সামনে। মহালয়ার দিনে আলাদা করে কেউ পুজো দেয় কি না জানে না ঋতু। কিন্তু বছরে এই দিনটা ঋতুর কাছে অত্যন্ত আনন্দ আর ভাললাগার একটি দিন। উঠানময় শিউলি সাজানো ভোর আর মিষ্টি মায়া জড়ানো নরম রোদ আকাশজুড়ে। সেই সকাল থেকে…