পার্থপ্রতিম পাঁজা
ড. পার্থ প্রতিম পাঁজা একাধারে কবি,কথাকার, প্রাবন্ধিক, নাট্যকার,সাংবাদিক এবং অভিনেতা ও বাচিক -শিল্পী। জন্ম সত্তরের দশকে হাওড়া জেলার ডিঙ্গাখোলা গ্রামে। পেশায় শিক্ষক। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে 'বাংলা পথনাটক' বিষয়ে ডক্টরেট। কর্মজীবনের শুরু 'সংবাদ প্রতিদিন'-এর সাংবাদিক ও 'সোনার বাংলা'-র শিল্পকলা সমালোচক হিসেবে। প্রায় দু'দশক ধরে কলকাতার প্রধান দুই নাট্যদল 'সমীক্ষণ' ও 'পঞ্চম বৈদিক' - এর অভিনেতা ও সংগঠক এবং রবীন্দ্রাভারাটি বিশ্ববিদ্যালয়ের নাটক বিভাগের অতিথি পরীক্ষক। প্রকাশিত কাব্যগ্রন্থ--' এবং তারপর ', 'এই আছি ', হৃদয়ে বৃষ্টির গন্ধ ', 'প্রবাস পাখি ', 'করোনা সংহার কাব্য '; গল্পগ্রন্থ --'সুজন দীঘির রহস্য', 'থম্পুই কিং রহস্য','অনুরণন-১,', 'অনুরণন-২','হনলুলু ও স্কার্লেট ম্যাকাও রহস্য', 'সমুদ্র সুন্দরী'; ছড়ার বই-- 'ছড়ায় ভরা সূর্য তারা' ; গদ্যগ্রন্থ -- ' ব্রাত্য বহ্নি বাংলা পথনাটক' , 'নাট্যপথের পরিব্রাজন', 'প্রবন্ধ কানন' ; নাট্যগ্রন্থ --'একটি একাঙ্ক চারটি শ্রুতি', '২৫ টি ছোটদের সেরা হাসির নাটক, মজার নাটক ', 'রাক্ষসের সঙ্গে টক্কর' ইত্যাদি। পেয়েছেন-- ' সম্প্রীতি পুরস্কার ', 'বাংলা কবিরত্ন পুরস্কার', 'নাট্যকার আমল রায় স্মৃতি পুরস্কার', 'পারুল শিক্ষা সম্মান ' ,'পূর্ণেন্দু পত্রী স্মৃতি পুরস্কার' ইত্যাদি নানা পুরস্কার ও সম্মাননা।