রঙের ইস্তেহার
আমি আসাম রোড ধরে সাইকেল চালিয়ে ফুলপুকুর যাচ্ছি। শীতের বিকাল। রোদ মরে এসেছে। রাস্তার পাশে কুন্তিঘাট বাসস্ট্যান্ডে নারকেল গাছের সারি। রাস্তার পশ্চিম পাড়ে। লম্বা ছায়া পড়েছে। দীর্ঘ ছায়া। বাসস্ট্যান্ড থেকে কিছুটা গেলে ব্রিজ। নিচে কুন্তিনদী বয়ে গেছে। আমি প্যাডেলে জোরে চাপ দিই। অনেকদিন ফুলপুকুর যাইনি। আজ যেতে ইচ্ছে হল। নদীর উপর ব্রিজের কাছে যেতেই একটা…