শংকর ব্রহ্ম
শংকর ব্রহ্ম - ১৯৫১ সালের ২রা মার্চ, কলকাতায় জন্মগ্রহণ করেন।১৯৭০ সাল থেকে লেখালেখি শুরু। সান্নিধ্য পেয়েছেন - অন্নদাশংকর রায়, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র,অমিতাভ চৌধুরী, পবিত্র সরকার, সমরেশ বসু, নারায়ণ গাঙ্গুলী, সুভাষ মুখোপাধ্যায়, সুনীল গাঙ্গুলী,শক্তি চট্টোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়,দিব্যেন্দু পালিত প্রমুখ।
প্রকাশিত লেখার সংখ্যা পাঁচশোর বেশী। শতাধিক পত্রিকায় লেখেন। যেমন -"দৈনিক বাংলা স্টেটসম্যান", "পুরশ্রী", "প্রসাদ", "ঘরোয়া", "বিকল্প বার্তা" (শারদীয়া সংখ্যা - ১৪২৮ এবং ১৪২৯), শব্দ সাঁকো, সয়ংসিদ্ধা, অমেয়, দৈনিক দেশজগত, বঙ্গীয় সাহিত্য দর্পণ, শব্দনগর, উদ্ভাস, শব্দ লেখা, নীলকমল, বোধগম্য, অচিন পাখি, স্বরধ্বনি পত্রিকা, সৃজাম্যহম্ , খেয়ালী খাম, কাব্যতরী, কাব্যপট, ইলশে গুঁড়ি, সাময়িকি (নরওয়ে থেকে প্রকাশিত), আশ্রম (অটোয়া থেকে প্রকাশিত) প্রভৃতি।
এ'ছাড়াও লিখেছেন সমরেশ বসু সম্পাদিত "মহানগর", "শিবনারায়ণ রায়" সম্পাদিত "জ্ঞিসাসা", কিরণ শংকর সেনগুপ্ত সম্পাদিত "সাহিত্য চিন্তা", পবিত্র মুখোপাধ্যায় সম্পাদিত "কবিপত্র" প্রভৃতি পত্রিকায়। কবি বহু পুরস্কার পেয়েছেন। প্রকাশিত কাব্যগ্রন্থ- "তোমাকে যে দুঃখ দেয়", "স্মৃতি তুমি আমাকে ফেরাও", "যাব বলে এখানে আসিনি", "আবার বছর কুড়ি পরে"।
এ'ছাড়াও কবির আরও এগারোটি "ই-বুক" প্রকাশিত হয়েছে।